যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

প্রকাশঃ ২০১৮-০২-০৩ - ১৭:৫০

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে যৌতুকের দাবীতে মোসাঃ রোজিনা বেগম (৩২) নামের দুই সন্তানের জননীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১৫ বছর পূর্বে মূলঘরের কাকডাঙ্গা এলাকার নওয়াব আলী সরদারের কন্যা মোসাঃ রোজিনার সহিত হোচলা গ্রামের রহিম হাওলাদারের পুত্র বিল্লাল হাওলাদার ওরফে অসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। জানা গেছে, বিবাহের পর কিছুদিন যাবৎ তাদের মধ্যে ভাল সম্পর্ক চললেও বর্তমানে মোটা অংকের যৌতুকের টাকার দাবীতে বিভিন্ন সময়ে কারনে-অকারনে বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ৯টায় পুনরায় যৌতুকের দাবীতে স্বামী বিল্লাল হাওলাদার স্ত্রী রোজিনা বেগমকে বেধড়ক মাপিট করে। এক পর্যায়ে সে দৌড়ে পাশের একটি বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালে অর্থাৎ ২ র্ফেরুয়ারি গৃহবধুর পিত্রালয়ের লোকজন এসে উক্ত বাড়ী থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ব্যপারে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেছে ভুক্তভোগী জানায়। উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির বলেন, তাদের স্বামী-স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া-বিবাদ চলে আসছে। স্ত্রীকে প্রায় শারীরিক ও মানুষিক নির্যাতন করার কারনে এনিয়ে একাধিক বার শালিশী বৈঠক করেছেন বলে তিনি জানান। বিষয়টি সংশ্লিষ্ট মডেল থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।