মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপালে ডাকরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এ সময় এক এক করে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় স্থানীয় প্রশাসন, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।