রামপালে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশঃ ২০১৮-০১-২৪ - ১১:৩৪

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালের পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে তহমিনা বেগম (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। জানা গেছে, এনজিও’র ঋনের কিস্তির চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তহমিনা বেগম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছে। জানা গেছে, সিকিরডাঙ্গা গ্রামের নাসির শেখের স্ত্রী ২ সন্তানের জননী তহমিনা বেগম আশা এনজিও থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ২০ হাজার টাকা ঋন গ্রহন করেন। ওই ঋন নিয়ে তার স্বামী নাসির ট্রলার এবং বাঁধা জাল তৈরী করে শীত মৌসুমে সাগরে মাছ ধরতে যান। গত ২০/২২ দিন পূর্বে ঘন কুয়াশার কারনে পথ হারিয়ে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে বন বিভাগের কর্মচারীরা ট্রলার ও জাল আটক করে নিয়ে যায়। এরপর নাসির বাড়িতে এসে এই দুঃসংবাদ দিলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তহমিনা। এক র্পযায়ে সে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় ঘরের পাশে বরই গাছে নাইলনের রশি দ্বারা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার বিষয়ে স্বামী নাসির জানান, সর্বস্ব হারানোর কারনে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার বিষয়ে রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।