রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র্যালি ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্তর থেকে বের হয়ে অডিটোরিয়ামে শেষ হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় তথ্য অধিকার আইন ২০০৯ নিয়ে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আইসিটি প্রশিক্ষন সভার বিশের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল কলেজ অধ্যক্ষ শেখ সাইদুর রহমান, সুন্দরবন মহাবিদ্যালয় অধ্যক্ষ খালিদ আহমেদ, আবুল কালাম মহাবিদ্যালয় অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সমবায় কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ,রামপালের ৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সোনালী,কৃষি ও জনতা ব্যাংক, প্রেস ক্লাব নেতৃবৃন্দ এনজিও প্রতিনিধি সহ ১০টি ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহন করেন ।