রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : যথাযত ধর্মীয় ভবগম্ভীর্য্য ও ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রামপালে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবি পালিত হয়েছে ৷ শনিবার সকাল ১১ টায় উপজেলার ২নং উজলকুড় ইউনিয়নের হোগলডাঙ্গা স্কুল মাঠে আলহাজ্ব কাজী দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে। দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে কম্বল বিতরনের অনুষ্ঠানে বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান ৷ ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাওলাদার মোজাহারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রামপাল থানার ওসি লুৎফর রহমান,গাজী রাশেদুল ইসলাম ডালিম, হাওলাদার আঃ সালাম, জুলফিকার আলী ভুট্টো সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।