রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নের মৃত জয়েন উদ্দিন হাওলাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল হাওলাদার মঙ্গলবার সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা অফিস এবং মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়। রোববার দুপুর ২টায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলেমেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ রামপালের উপস্থিতিতে দাফন সম্পন্ন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজফ্ফর হোসেন, ইউএনও তুষার কুমার পাল, ওসি মোঃ লুৎফর রহমান, বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যাক্তি বর্গ ।