রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০২-২১ - ২১:৩৪

সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপাল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল উপজেলা প্রশাসন, রামপাল উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, রামপাল প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রভাতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরীটি রামপাল উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় সমবেত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুসফিকুল আলম হালিম, রামপাল উপজেলা চেয়্যারম্যান শেখ মোঃ আবু সাইদ, ভাইস চেয়্যারম্যান মোয়জ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, যুবলীগ সভাপতি নুরুল হক লিপন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা পরিতোষ ঘোষ, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা নাসরুল মিল্লাত, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ। অনুরূপ ভাবে উপজেলার সুন্দরবন মহিলা কলেজ, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ পাশাপাশি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও সংগঠকরা ভাষা শহীদদের প্রতি শ্রর্দ্ধ নিবেদন করেন।