মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে যাত্রা শুরু করেছে বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের প্রতিষ্ঠিত ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র রামপাল শাখার। মঙ্গলবার সকাল ১১টায় রামপাল উপজেলা সদরে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাইদ, সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, ভোজপাতিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, পেড়িখালী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি বোরহান ইসলাম, সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সাদী।
প্রাথমিকভাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে রামপালে শেখ তন্ময়ের প্রতিষ্ঠিত ‘বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র সেবা কার্যক্রমের যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ। বাগেরহাট অক্সিজেন ব্যাংক’র রামপাল শাখা পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ছাত্র লীগ।
করোনা রোগীদের চাহিদাপূরণে ব্যাংকটির নির্দিষ্ট ফোন নম্বরে কল দেয়া মাত্রই তা ফ্রি পৌঁছে দেয়া হবে রোগীর বাড়ী ও হাসপাতালে।