রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সোমবার বিকাল ৪ টায় রামপাল উপজেলার তার বড়দিয়াস্থ নিজ বাসভবনে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আগত প্রায় ৫ শতাধীক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি জানান, এ বছর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে রামপাল-মোংলার প্রায় ৬ শতাধীক রোগীকে অপারেশন কার্যক্রম চলার কারনে শীতবস্ত্র বিতরণে কিছুটা সময় বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। দুঃস্থদের সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বৃত্তবানদের আহবান জানান। শীতবস্ত্র বিতরণকালে রামপাল ও মোংলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।