রামপালে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্ভোধন

প্রকাশঃ ২০১৮-০১-১২ - ১২:২৮

সুব্র ঢালী, রামপাল (বাগেরহাট) : রামপাল উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মেলায় বিভিন্ন ধরনের প্রায় ৬০ টি স্টলের মাধ্যমে তাদের কার্যক্রম সম্পর্কে জনসাধারনকে অবহিত করা হচ্ছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। ১৯৯৬ সালের পর থেকে রাস্তাঘাট,স্কুল-কলেজ-মাদ্রাসা সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্বপূর্ন কাজগুলো করেছে। মংলা বন্দরের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন মংলা বন্দরের কোন উন্নয়ন না করেই সেটিকে মৃতপ্রায় করে ফেলেছিলো । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পূনঃক্ষননের মাধ্যমে সেটিকে সচল করা হয়েছে। বিগত বছরে সেখান থেকে ৯১ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অনুসারে মংলাতে সাইলো নির্মান করা হয়েছে। এছাড়া রামপালে রেলপথ নির্মান,খানজাহান আলী বিমানবন্দর,তাপবিদ্যুত কেন্দ্র ,মংলাতে ঝুলন্ত ব্রীজ নির্মান প্রকল্পগুলো বাস্তবায়িত হতে চলেছে। এই উন্নয়নকে ধরে রাখতে তিনি পূনরায় ভোটের মাধ্যমে আওয়ামীলীগ কে বিজয়ী করার আহব্বান জানান। এসময় উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্ভোধনী অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্ল্যা আঃ রউফ, আওয়ামীলীগ সভাপতি আঃ ওহাব,সেক্রেটারি জামিল হাসান জামু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, রামপাল থানার ওসি লুৎফর রহমান, যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।