আবু হোসাইন সুমন, মোংলা : বাগেরহাটের রামপালে প্রায় ৬ হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় শনিবার দিনব্যাপী রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের ৯ জন বিশেষজ্ঞ ডাক্তার চক্ষু শিবিরে আগত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা (পরীক্ষা-নিরীক্ষা) সেবা দেন। এ সময় প্রত্যেক রোগীকে প্রয়োজনমত ফ্রি ওষুধও বিতরণ করা হয়। এছাড়া শিবির থেকে ৬শ রোগীকে চোখের নেত্রনালী, মাংস বৃদ্ধি ও ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। এদেরকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে বিনা টাকায় অপারেশন করা হবে। শনিবার সকালে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মান্নান, ম্যানেজিং কমিটির সভাপতি শেখ লুৎফর রহমান ও প্রাক্তন শিক্ষক শেখ মোহাম্মদ আলী। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শনিবারের ১২তম ফ্রি চক্ষু শিবিরে ৬হাজারেরও বেশি বৃদ্ধ-বৃদ্ধাসহ বিভিন্ন বয়সের মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এবার রামপালে হলেও এর আগে গত বছর মোংলায় চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল। এ শিবিরের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৮শ জনের চোখের বিভিন্ন ধরণের অপারেশন ও লেন্স সরবরাহ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা বিনামূল্যে চক্ষু শিবির ছাড়াও উত্তরাঞ্চলের শীতার্থদের মাঝে কম্বল ও হাওড়ে বন্যা কবলিতদের ত্রাণ বিতরণসহ বিভিন্ন সেবামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছি। লায়ন্স ক্লাব সব সময়ই মানবতার সেবায় কাজ করে থাকে। আমাদের মত সকল বিত্তবানদেরও সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদাণ করা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সেই দায়িত্ববোধ থেকে আমাদের এ সেবাধর্মী কাজ করা।