রায়ে সন্তুষ্ট নুসরাতের পরিবার, দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

প্রকাশঃ ২০১৯-১০-২৪ - ১৩:৪৫
ফেনী : রায়ে সব আসামির ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের পরিবারের সদস্যরা।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।

রায়ে সব আসামির ফাঁসির আদেশ দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের পরিবার। মাদ্রাসাছাত্রী নুসরাতের বাবা এ কে এম মুসা রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন। রায়ে সন্তোষ প্রকাশ করলেও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। আজ রায় ঘোষণার পর নুসরাতের বাবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এ সময়, নুসরাত হত্যাকাণ্ডে বিচারকাজ দ্রুত সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান নুসরাতের বাবা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন নুসরাতের পরিবারের সদস্যরা।