রূপগঞ্জে দুই দিনমজুরের হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

প্রকাশঃ ২০১৭-১২-১৭ - ২২:৩৭

আল-আমিন মিন্টু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :  নারায়ণগঞ্জের মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রতিপক্ষের লোকজন দুই দিনমজুরের হাত-পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে উপজেলার কাঞ্চন কলাতলী এলাকায় ঘটে এ ঘটনা। আহত দিনমজুর হাবিবুর রহমানের ভাই কাদির মিয়া জানান, তাদের পাশ^বর্তী বাড়ির ইব্রাহিম মিয়ার মোবাইল ফোন শনিবার রাতের যে কোন সময় চুরি হয়। মোবাইল চুরির ঘটনায় ইব্রাহিম মিয়া তার ভাই হাবিবুর রহমান ও আলামিন মিয়াকে সন্দেহ করে। সন্দেহ করে ও চুরির অপবাদ দিয়ে রোববার ভোরে ভাই হাবিবুর রহমান ও আলামিন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় ইব্রাহিম মিয়াসহ তার লোকজন। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।