ঢাকা অফিস : রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আরও পাঁচ আসামিকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার রাতে, বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুরাদ, সোহেল রানা, বিল্লাল হোসেন, আসাদুল ইসলাম ও রাজু আহমেদ। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে এদের শনাক্ত করা হয়। এর আগে, এ ঘটনায় গণপিটুনিতে নেতৃত্ব দেয়া হৃদয়সহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন দুই সন্তানের জননী তাসলিমা বেগম রেনু। নিজের চার বছরের মেয়েকে ভর্তি করার তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু, বছরের মাঝপথে সন্তানকে স্কুলে ভর্তি করাতে গেলে অনেকের সন্দেহ হয়। সন্দেহ থেকেই তাকে নিয়ে প্রধান শিক্ষিকার কাছে নিয়ে যান অভিভাবকরা।
সেখান থেকে ‘ছেলেধরা’ এক মহিলা ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে এসে প্রধান শিক্ষিকার কক্ষ থেকে বের করে নিয়ে গিয়ে তাকে গণপিটুনি দেয়। পরে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচাতে পারেনি। এ ঘটনায়, অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।