শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান জাহিদ

প্রকাশঃ ২০১৯-০৪-২৫ - ১৬:১৪

ঢাকা অফিস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর শপথ নেয়ার বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত না এলেও শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহেদুর রহমান জাহিদ। এর ফলে, বিএনপির প্রথম সাংসদ হিসেবে শপথ নিলেন তিনি।

আজ বৃহস্পতিবার, বেলা সোয়া ১২টায় স্পিকারের সংসদ কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময়, তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

এর আগে বৃহস্পতিবার সকালে, শপথ নেয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন জাহিদুর রহমান জাহিদ। সেই সঙ্গে, জাহিদুর রহমান জাহিদের অনুরোধেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদুর রহমান জাহিদসহ ২৯৫ জন প্রার্থী শপথ গ্রহণ সম্পন্ন হল। তবে, এখনও বাকী রয়েছেন মির্জা ফখরুলসহ বিএনপির আরও পাঁচজন।

৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন জাহিদুর রহমান জাহিদ। নির্বাচনে তিনি ৮৮ হাজার ৬১৯ ভোট পান। আর, মোটরগাড়ি প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক পান ৮৪ হাজার ৪২৭ ভোট।