শরণখোলা : বাগেরহাটের শরণখোলার সুন্দরবনসংগ্ন গ্রাম থেকে বিরল প্রজাতির চারটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুলিশের একটি টহল দল উপজেলার খুঁড়িয়াখালী গ্রামের সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় প্লাষ্টিকের ঝুড়িতে রাখা ওই চারটি তক্ষক উদ্ধার করে। পুলিশ জানায়, তাফালবাড়ী ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশীদের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহলকালে ভোর চারটার দিকে ওই গ্রামের আনোয়ার বয়াতীর বাড়ির পাশে রাস্তার ওপরে প্লাষ্টিকের একটি ঝুড়ি পড়ে থাকতে দেখেন তারা। এসময় ঝুড়িটি উদ্ধার করে তার মধ্যে ৪টি তক্ষক পান। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, তক্ষকগুলো সুন্দরবন থেকে ধরে পাচারের সময় পুলিশকে দেখে ঝুড়ি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তক্ষক চারটি সুন্দরবনে ছেড়ে দেওয়ার জন্য বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। এব্যপারে থানায় একটি জিডি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুল মান্না জানান, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া চরাটি তক্ষক বিকেল চারটার দিকে বনে অবমুক্ত করা হয়েছে।