শরণখোলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। যাতে কোনো প্রকার অঘটন না ঘটে সেজন্য উপজেলা বিশেষ বিশেষ স্থানগুলোতে বুধবার রাত থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছে। খালেদা জিয়ার সর্বোচ্চ সাজার দাবিতে এবং বিএনপিকে প্রতিহত করতে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামালউদ্দিন আকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে রায়েন্দা বাজার শেরে বাংলা সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পাঁচরাস্তা বাদল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আবুল হাসান মীরের নেতৃত্বে রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, উপজেলা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ অবস্থান করছে। পুলিশের গাড়ি টহলে রয়েছে। রায় ঘোষনার আগে ও পরে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরণের পরিস্থিতি সামলাতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।