ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন। এসময় তার সাথে ছিলেন শৈলকুপা স্বাস্থ্য পরিদর্শক ওয়াহিদুজ্জামান মিঞা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পর্ণ ভিডিও রাখার দায়ে শৈলকুপা পৌর এলাকার রাকিব কম্পিউটারকে ২ হাজার, মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও পঁচা ফল রাখার কারণে সমির ফল ভান্ডার, পলাশ স্টোর ও মানিক স্টোরের মালিকদের জরিমানা করা হয়। মোট ৪টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান।