সাঁথিয়ার জুবাইদার চোখে এখন জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার স্বপ্ন

প্রকাশঃ ২০১৮-০২-২০ - ১৯:৩২

ফারুক হেসেন,সাঁথিয়া : পাবনার সাঁথিয়ার মেয়ে শিশুদাবারু তৃতীয় শ্রেণীর ছাত্রী মেহজাবিন আক্তার জুবাইদা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দাবা খেলায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসন্ন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে।
জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনের মেয়ে এবং দৌলতপুর কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী মেহজাবিন আক্তার জুবাইদা এ বছর জানুয়ারীতে দেশব্যাপী অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গত ২০ জানয়ারী দাবা খেলায় সাঁথিয়া উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এরপর ২২ তারিখে পাবনা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেও সে প্রথম স্থান অধিকার করে। এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারী রাজশাহী বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোিিগতায় অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়ে এই ছোট্র মেয়েটি বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বর্তমানে সে নিয়মিত দাবা অনুশীলন করে যাচ্ছে। এ লক্ষ্যে তাকে সহযোগিতা করছেন বিজয়ী মেয়েটির দাবা প্রশিক্ষক ও সাঁথিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলকার নাইন।