ফারুক হোসেন,পাবনা : পাবনার সাঁথিয়ায় এ.বি.এম ইন্টার্লাইনিংস লি. এর চেয়ারম্যান ওবায়দুল হক ”সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে” এই কবিতার মর্মবাণীকে সামনে রেখে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজ এলাকার মানুষের জন্য। আর বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষের মাঝে সঠিক ভাবে উপহার সামগ্রী বিতরণ করছেন তার টিম।
তিনি জানান,মানবতার পক্ষে কাজ করে যাওয়া।করোনা পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্র পরিবারের পাশে থেকে উপহার সামগ্রী এলাকায় সুন্দরভাবে বিতরণই আমার লক্ষ।সেজন্য কাজ করে যাচ্ছি এবং সেই সাথে সকলকে অনুরোধ করছি নিজ নিজ বাড়িতে থাকার।আমি আমার লোকবল দিয়ে আপনার কাছে পৌঁছে দেবো উপহার সামগ্রী।
এলাকার মানুষ তার এই বিতরণকে স্বাগত জানিয়েছেন। তার এ কার্যক্রমকে প্রশাসনসহ পাবনা জেলার অনেকেই উদাহরন হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, চুরির হিসেব না মিলিয়ে এ.বি.এম ইন্টার্লাইনিংস লি. এর চেয়ারম্যান ওবায়দুল হক এর মত সামর্থ্যবান এবং জনপ্রতিনিধিদের উচিত এভাবে কাজ করে যাওয়া।