সাঁথিয়া পাবনা : সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো অমর ২১ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা হয়। দিনের শুরুতেই উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ প্রভাতফেরী বের করে।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র/ছাত্রীদের চিত্রাংকন, , কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সাঁথিয়া উপজেলা টেনিস মাঠে নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।