সাঁথিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-০৭ - ২০:১০

ফারুক হোসেন, পাবনাঃ স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপের উদ্যোগে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্বপ্নময় সাঁথিয়া গ্রুপের পক্ষথেকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত ও আবাসিক মেডিক্যাল অফিসার মামুন আব্দুল্লাহ এর হাতে নেবুলাইজার মেশিন, নেবুলাইজার সলিউশন(ঔষধ) এন ৯৫ মাস্ক, তিন লেয়ার সার্জিক্যাল মাস্ক, নরমাল সার্জিক্যাল মাস্ক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, মফস্বল সাংবাদিক ফোরাম সাঁথিয়া শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন,মেহেদুল মল্লিক, আশরাফুল ইসলাম,তমাল আহমেদ প্রমুখ।
স্বপ্নময় সাঁথিযা একটি ব্যতিক্রমধর্মী ফেজবুক গ্রুপ । তারা শুধুমাত্র ফেজবুকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা
ভিশন ২০৩০ বাস্তবায়নের প্রতি পূর্ণ একাত্বতা পোষণ করে ক্ষুদ্র সার্মথ্যের যথাযথ প্রয়োগের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষকে স্বাবলম্বী করা। স্বপ্নময় সাঁথিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকেই চিরাচরিত প্রথার বাইরে সামাজিক কাজ করার চেষ্টা করে আসছে। মুক্তিযুদ্ধ সহ সাঁথিয়ার সামগ্রিক ইতিহাস ঐতিহ্য তুলে ধরা, সাঁথিয়ার কৃতি সন্তানদের সবার মাঝে পরিচিত করণ, সাঁথিয়ার শিক্ষা সামাজিক ও সামগ্রিক উন্নয়নে অবদান রাখা, সকল প্রাক্তন ও বর্তমান গুণীজন এবং তাদের কর্মকান্ড সমাজের মাঝে তুলে ধরা, সাঁথিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বর্তমান সঠিক চিত্র উন্নয়নের অন্তরায় এবং সম্ভাবনার দ্বার নিয়ে বিভিন্ন পর্যায়ের সামগ্রিক মুল্যায়ন সম্বলিত বিভিন্ন জনের লেখনী তুলে ধরা, ছাত্র-ছাত্রীদের মাঝে সাঁথিয়া ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে পজিটিভ মানসিকতায় পজিটিভ ভাবে নিজের জন্মভূমি সাঁথিয়াকে দেশের মাঝে উপস্থাপন করা সহ বিভিন্ন বিষয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপ।