ফারুক হোসেন, পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল বিতরণে, অনিয়মের অভিযোগ উঠেছে কাশিনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডিলার আনিছুর রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডিলার আনিছুর রহমান অভিযোগকারীদের ১ম কিস্তির চাল দিয়ে তাদের কার্ডগুলো রেখে দেয়। পরবর্তীতে চাল চাওয়া হলে ডিলার অভিযোগকারীদেরকে চাল ও কার্ড দেন না। ভুক্তভোগীরা হলো কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের হেনা কার্ড নং-৭৬৮,রুবিয়া কার্ডনং-৭৯৭,আলম কার্ড নং ৮৩২,সহিতন কার্ড নং-৮৪৮,সবীর কার্ড নং-৮৬০,হাবিল কার্ড নং ৮৬৩,বাতাসী কার্ড নং ৯০৪, লুৎফর কার্ড নং ৭১১, মৃত শিল্পি কার্ড নং ৭৫০, মৃত ওহাব কার্ড নং ৮৭১। ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের নিকট তদন্ত পূর্বক তাদের রেশন কার্ড ও কার্ডের চাল দাবী এবং আনিছুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অভিযোগ অস্বীকার করে ডিলার আনিছুর বলেন, আমি আমাদের ইউপি চেয়ারম্যান ও লোকজনকে সাথে নিয়ে অফিসে গিয়ে ঠিক করে আসবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি এ ব্যাপারে এসিল্যান্ডকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।