স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছা-কয়রার সাবেক এমপি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য পরিষদের এ্যাড. শেখ মো: নুরুল হক নিজ জন্মভুমি পুরাইকাটিতে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এর পুর্বে জেলা আওয়ামীলীগ, স্থানীয় এমপি, উপজেলা আ’লীগ, পাইকগাছা সরকারী কলেজ, যুবলীগ-ছাত্রলীগের পক্ষ থেকে মরুহুমের কফিনে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাযা পুর্ব প্রয়াত এমপি নুরুল হকের প্রতি স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন আ’লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য ও সাবেক এমপি এ্যাড,সোহরাব আলী সানা,জেলা আ’লীগের সাবেক নেতা ও বর্তমান এমপি আকতারুজ্জামান বাবু,জেলা সংগঠনের সাবেক নেতা বিএম আঃ সালাম,কামরুজ্জামান জামাল,ডাঃ অধ্যাপক শেখ শহিদ-উল্লাহ,সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান,উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলার নির্বাহী অফিসার বি এম খালিদ হোসেন সিদ্দিকী,জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী, আব্দুর রাজ্জাক মলঙ্গী,কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাওঃ আখম তমিজউদ্দীন,অধ্যক্ষ- রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুসমরুহুমের বড় ছেলে শেখ মনিরুল ইসলাম, ছোট ছেলে শেখ রাসেল,,ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার,এস এম এনামুল হক,সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু,প্যানেল চেয়ারম্যান আঃ সালাম কেরু,উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা কর্মচারীরা,আ’লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী ও এলাকার শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাযা মাওঃ দিছারউদ্দীন পরিচালনা করেন। উল্লেখ্য বুধবার দুপুরে এমপি নুরুল করোনা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরন করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।