মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় নিষিদ্ধ সময়ে সুন্দরনের খালে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে পুলিশ। আটক জেলেদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড দেয়া হয়েছে। পুড়িয়ে ফেলা হয়েছে মাছ ধরার জালও। রবিবার দুপুরে মোংলার পশুর নদীর সুন্দরবনের জয়মনি খালে নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছের পোনা আহরনণর সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি নৌকা ও দুই’শ মিটার নেট জাল। আটককৃতরা হলো সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা মোঃ আলামিন(২৪) ও মোঃ ডালিম (৪৫)। বিকেলে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে তাদেরকে দুই হাজার টাকা করে অর্থ দন্ড অনাদায়ে এক মাসের জেল দেয়া হলে তারা জরিমানা প্রদাণ করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নয়ন কুমার রাজবংশী। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষা ও বনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে চলতি মাসের শুরুর দিকে বিশেষ অভিযান শুরু করে বাগেরহাট জেলা পুলিশ। গত ৩ জুলাই এ অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।