সুন্দরবনে বিষ দিয়ে আহরিত ১৫ মণ শুঁটকি চিংড়ি উদ্ধার

প্রকাশঃ ২০২০-০৮-১২ - ১৯:০৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে (মোংলা) পশুর নদী এলাকা থেকে একটি ফিশিং ট্রলার থাকা বিষ দিয়ে মারা ১৫ মণের অধিক চিংড়ির শুঁটকি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার রাতে ওই সব শুঁটকি চিংড়ি পাচারের সময় বন প্রহরীরা ফিশিং ট্রলারটিকে থামাতে সংকেত দেয়। এ সময় ট্রলারটিকে মোংলার চিলা এলাকায় পশুর নদীর পূর্ব পাড়ে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি থেকে সুন্দরবনে বিষ দিয়ে আহরিত চিংড়ির শুঁটকি উদ্ধার করে অভিযানকারীরা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে একটি ফিশিং ট্রলার থেকে বিষ দিয়ে আহরিত চিংড়ির ১৫ মণের অধিক শুঁটকি উদ্ধার করা হয়েছে। এ সব শুটঁকি চিংড়ি ৩৪টি বস্তায় ভরে সুন্দরবন থেকে লোকালয়ে নিয়ে আসছিল পাচারকারীরা। প্রতিটি বস্তায় ১৮ কেজি করে শুঁটকি রয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।