সুন্দরবনে হরিণের মাংস, সুন্দরী ও গেওয়া গাছসহ নৌকা আটক

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ১৯:২৪

আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবন থেকে হরিণের মাংস, সুন্দরী ও গেওয়া গাছসহ একটি নৌকা আটক করেছে কোস্ট গার্ড। শনিবার ভোরে বনের মৃগামারী খাল হতে উদ্ধার হওয়া শিকার নিষিদ্ধ হরিণের মাংস ও কর্তন নিষিদ্ধ গাছ নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে : হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বনের মৃগামারী খালে অভিযান চালায় কোস্ট গার্ড’র হাড়বাড়িয়া ষ্টেশনের সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বন্যপ্রাণী শিকারী ও গাছ পাচারকারী চক্রের সদস্যরা নদীতে লাফিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে শিকারী ও চোরাকারবারীদের ফেলা যাওয়ায় নৌকাটিতে তল্লাশী চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, ১৬ সিএফটি সুন্দরী, ৩ সিএফটি গেওয়া গাছ ও ২ সিএফটি জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। নৌকাসহ উদ্ধারকৃত মালামাল শনিবার সকালেই পূর্ব সুন্দরবনের নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তা হায়াত বলেন, সংঘবদ্ধ চোরা শিকারী ও গাছ পাচারকারীরা হরিণের মাংস এবং গাছ বিক্রি করে আর্থিক লাভবান হওয়ার আশায় বন্যপ্রাণী এবং বনজ সম্পদের ক্ষতি সাধন করে আসছে। এ সকল চক্রকে প্রতিহত ও বনজ সম্পদ রক্ষা এবং চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের সমুদ্র-সুন্দরবন উপকূল জুড়ে টহল অভিযান অব্যাহত রাখা হয়েছে।