দাকোপ প্রতিনিধি : সুন্দরবনের সাহেদখালী খালে বনরক্ষিরা অভিযান চালিয়ে অবৈধ বিষ প্রয়োগে মাছ শিকারের সাথে জড়িত ৮ জেলেকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সুন্দরবনের নলিয়ান রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ আবু সালেহ জানায়, গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের ভদ্রা ক্যাম্পের ইনচার্জ শেখ রবিউল ইসলামের নেতৃত্বে বনরক্ষিরা সাহেদখালী খাল এলাকায় এক অভিযান পরিচালনা করে। এ সময় খালে নিষিদ্ধ ডুবো বেহেন্দিজাল ব্যবহার করে অবৈধভাবে বিষ প্রয়োগে মৎস্য শিকাররত অবস্থায় ৪টি নৌকাসহ ৮ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ১ কেজি বিষ পাউডার উর্দ্ধার হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলাধীন মহেশ্বরীপুর গ্রামের মোকছেদ গাজীর পুত্র মফিজুর গাজী, নওয়াব আলী গাজীর পুত্র কুদ্দুস গাজী, মোসলেম সরদারের পুত্র নাজমুল সরদার, রোকন গাজীর পুত্র হাসান গাজী, জোনায়েত শেখের পুত্র রশিদ শেখ, জামানাত খানের পুত্র আমজাদ খান, ইদ্রিস আলীর পুত্র নুর ইসলাম এবং নওশের সরদারের পুত্র ইদ্রিস আলী। আটককৃতদের বিরুদ্ধে ক্যাম্প ইনচার্জ শেখ রবিউল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। অভিযানে অন্যান্যের মধ্যে এফজি মোস্তাফিজুর রহমান, ডিএম আনোয়ার হোসেন, মোঃ রিপন অংশ গ্রহন করেন।