আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবন সুরক্ষার জন্য শুরু হয়েছে বন বিভাগের ‘স্মাট পেট্্েরালিং’। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে মঙ্গলবার বিকেল থেকে পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে টানা ৩ বছর ধরে। আর এ পেট্রোলিং ব্যবস্থা বাঘসহ অন্যান্য সকল বন্যপ্রাণী শিকার-পাচার রোধ ও বনজ সম্পদের চোরাচালান বন্ধসহ বনে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করবে। সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ স্মাট পেট্্েরালিং প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান। মঙ্গলবার বিকেল ৫টায় মোংলার ফুয়েল জেটি সংলগ্ন বন বিভাগের রেস্ট হাউস ‘সুন্দরী’তে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা সার্কেলের বিভাগীয় কর্মকর্তা মো: মদিনুল আহসান, চাদপাই রেঞ্জ কর্মকর্তা শাহিন কবির ও করমজল পর্যটন এবং বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, পূর্ব ও পশ্চিম সুন্দরবনের এই দুই বিভাগে ৮ টি টিমের মাধ্যমে ‘স্মার্ট পেট্রোলিং’ নামক বিশেষ এ অভিযান শুরু করা হয়েছে। অভিযানে বিশেষ অত্যাধুনিক প্রযুক্তি সাইবার ট্রাকিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সুন্দরবনের বনজ সম্পদ ও বনপ্রাণী সংরক্ষণে এ স্মার্ট পেট্রোলিং (স্পেসিয়াল মনিটরিং এনালাইজিং এ্যান্ড রিপোর্টিং টুলস) কর্মসূচীতে ৪টি রেঞ্জের প্রতিটিতে ২টি করে সর্বমোট ৮টি দল গঠন করা হয়েছে। আর প্রতিটি দলে ১৫ জন করে সদস্য রয়েছেন। সুন্দরবন কেন্দ্রিক চোরাচালান, দস্যু দমন, বণ্যপ্রাণী পাচার, বনজ সম্পদ ধ্বংস রোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং কার্যকর ভূমিকা রাখবে। গোটা সুন্দরবনে ৩ বছর ধরে স্মার্ট পেট্রলিং অভিযানের জন্য বন মন্ত্রনালয়ের ব্যয় হবে প্রায় ৩ কোটি টাকা।