আবু হোসাইন সুমন, মোংলা : পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঘুলিষাখালী এলাকায় গ্রামবাসীর পিুটনিতে একটি বাঘ নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘুলিষাখালী টহল ফাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত বাঘটি উদ্ধারে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা সকালেই ঘটনাস্থলের উদ্দেশ্যে গেছেন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহমুদুল হাসান জানান, বন সংলগ্ন ঘুলিষাখালী গ্রামে রবিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে। এরপর ওই বাঘটি সোমবার সকালে গ্রামের লোকজনের উপর হামলা করলে এতে দুইজন আহত হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। গ্রামবাসীর আক্রমনে বাঘ নিহতের খবর পাওয়া মাত্রই ঘুলিষাখালী টহল ফাড়ি, ধান সাগর ষ্টেশন ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা ঘটনান্থলে ছুটে যান বাঘের মরা দেহ উদ্ধারের জন্য। মাহমুদুল হাসান আরো বলেন, সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারী, কাটাখালী, বুড়বুড়িয়া ও ঘুলিষাখালী এলাকায় বাঘের আনাগোনা বেড়ে গেছে। মাঝে মাঝে বাঘ এ সব এলাকায় ঢুকে পড়ছে। সর্বশেষ ঘুলিষাখালী গ্রামবাসীর আক্রমনে সোমবার সকালে বাঘ নিহতের এ ঘটনা ঘটেছে।