হরিপুর, ঠাকুরগাঁও, প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে শাহানারা ওরফে সাথি(১৬) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে হরিপুর উপজেলার পশ্চিম তোররা গ্রামের আইনুল হকের কন্যা। ঘটনাটি ঘটেছে ১০ই বৃহস্পতিবার গভীর রাতে আইনুল হকের বাড়িতে। সাথি হরিপুর সরকারি মোসলেম উদ্দীন কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। সাথির বাবা আইনুল বলেন, গত বুধবার দিবাগত সন্ধায় খাওয়া দাওয়া করে সাথি তার ঘরে শুয়ে পরে এবং সে ঘরে একায় থাকতো । গভীর রাতে সে তার ওড়না দিয়ে ঘরের স্বরের সাথে ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে না উঠলে তার বাবা সহ বাড়ির লোকজন ঘরের দরজা ভাংলে দেখতে পায় সাথি গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি হরিপুর থানা পুলিশকে জানানো হয় । হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন সংবাদ পেয়ে এ এসপি সার্কেল ও আমি সহ ঘটনা স্থল পরিদর্শন করেছি ।পরিবারের পক্ষ থেকে কনো অভিয়যোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।