আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নির্বাচনী যুদ্ধ অত্যন্ত কঠিন সুতরাং আগামী ২০১৮ নির্বাচনও তেমনি কঠিন হবে। বিএনপি যতই হাক-ডাক দিক না কেন তাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে। তাই রাজনীতি দিয়েই রাজনীতিকে মোকাবেলা করতে হবে, প্রশাসন দিয়ে নয়। এজন্য সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। দলের পরীক্ষিত কর্মীদের নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে এ এলাকা ও দেশের জন্য। শেখ হাসিনার কারণেই মোংলা বন্দর ও রামপালের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস ও যুব লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ে মাদকের সকল লাইসেন্স বাতিল করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের সাথে কারো কোন সম্পৃক্ততা পাওয়া গেলে তার জায়গা এ দলে হবে না। এছাড়া আগামীতে যে সকল নতুন নতুন কমিটি করা হবে তাতেও মাদকাসক্ত কেউই যেন স্থান না পায় সেজন্য স্থানীয় নেতা-কর্মীদেরকে খোজ খবর নেয়ার জন্য পরামর্শ দেন তিনি। উপজেলা ও পৌর যুবলীগের পুর্নাঙ্গ কমিটির পরিচিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোল্লা তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, সহ-সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।