৬ মাসের মধ্যেই দৃশ্যমান হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশঃ ২০১৭-১২-০৭ - ১৯:২৪

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, চার/সাকো আর কাচা রাস্তা ছাড়া যেখানে কিছুই ছিল না সেই মোংলা ও রামপালের সব জায়গায় এখন ব্রিজ, কালভার্ট ও পিচ ঢালাই রাস্তাঘাট। চারপাশে গড়ে উঠেছে শিল্পকলকারখানা। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন এর বাস্তব উদাহরণ রামপালের ভাগায় সুন্দরবন ডিগ্রি মহিলা কলেজের ৪তলা বিশিষ্ট ছাত্রী নিবাস প্রতিশ্রুতি অনুযায়ী করে দিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি রামপালের গিলাতলা হাই স্কুল, রামপাল কলেজ ও মোংলার মোংলা সরকারী কলেজ এবং টি,এ ফারুক স্কুল এন্ড কলেজকে সরকারীকরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ‘টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’ সরকারীকরণ করায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন এটি হতে দেয়া হবে না। আগামী ৬ মাসের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দৃশ্যমান হবে। না গেলে বুঝা যাবে না সেখানে কি কর্মযজ্ঞ চলছে। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শ্রেণী কক্ষে অবশ্যই প্রত্যেক শিক্ষককে আন্তরিকভাবে পাঠদান করতে হবে। যাতে বিদ্যালয়ের ছেলে-মেয়েদের বাহিরে কোচিং করতে না হয়। সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন সুতরাং সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে অর্থাৎ শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই। টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা তালুকদার আখতার ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক টি,এম জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মো: গোলাম সরোয়ার, টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় মিঠাখালী ইউনিয়নের খান জাহান আলী বাজারে কমিউনিটি ক্লিনিক ও টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ সংলগ্ন ডাকঘরের উদ্বোধন করেন আলহাজ্ব তালুকাদার আব্দুল খালেক।