৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনে আটোয়ারীতে আনন্দ শোভাযাত্রা

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ১৩:০২

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় গতকাল শনিবার (২৫ নভেম্বর) সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
কর্মসূচী অনুযায়ী উপজেলা পরিষদ চত্তর হতে হাতি, ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বিভিন্ন রং-বেরং এর ব্যানার ফ্যাস্টুন সহকারে সকাল ১০টায় একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের করে উপজেলার গুরুত্বর্পূণ সড়কগুলো প্রদক্ষিন করে। শোভা যাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কান ও কুইজ প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরন ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণকালের এই আনন্দ শোভা যাত্রায় উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ সহ অংঙ্গ সংগঠন, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, সংস্কৃতিক ব্যক্তি, ক্রীড়াবিদ, এনজিও কর্মী, স্কাউটসদস্যরা সহ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহন করেন।