অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাত আইসিইউ’তে

প্রকাশঃ ২০১৯-০৪-০৭ - ১৪:৩৭

ঢাকা অফিস : ফেনীতে পরীক্ষাকেন্দ্রে অগ্নিদগ্ধ ছাত্রীকে বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্র-শিক্ষকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে মাদ্রাসার অফিস সহকারীকে ছেড়ে দেয় পুলিশ।

গতকাল সকালে সোনাগাজী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলা তুলে নিতে বলা হয়। এরপরই তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নুসরাতকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। শরীরের সত্তর শতাংশ পুড়ে যাওয়া নুসরাতকে গতকালই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

গত ২৭শে মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে সোনাগাজী ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা হয় এবং ওই অধ্যক্ষ এখন কারাগারে রয়েছেন।