অভয়নগরে ১০ টাকা কেজি দরের চাল উদ্ধার : আটক ১

প্রকাশঃ ২০১৮-০৩-১৪ - ১৪:২৯

মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : অভয়নগরে প্রধানমন্ত্রী ঘোষিত হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৬ বস্তা (৩০০ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের হারুন শেখের ছেলে ওমর শেখ (৪০) নামের এক চাল ব্যবসায়ীকে আটক করেছে।
শুভরাড়া পুলিশ ক্যাস্পের আইসি এসআই ফরিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় হিদিয়া গ্রামে ওমর শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৬ বস্তা চাল উদ্ধার পূর্বক বাড়ির মালিক ওমর শেখকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার মধ্যরাতে চাল উদ্ধারের সংবাদ পাওয়ার পর গতকাল বুধবার দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলামকে সাথে নিয়ে ঘটনান্থলে পৌছে তদন্ত কাজ শুরু করেছি। প্রাথমিক তদন্তে প্রমানিত হয়েছে উদ্ধারকৃত ৬ বস্তা চাল ১০ টাকা কেজি দরের। এর সাথে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে থাকা ওমর শেখ এবং যে ডিলারের নিকট থেকে ক্রয় করা হয়েছে তদন্ত পূর্বক উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আটক চাল ব্যবসায়ী ওমর শেখ জানান, ক্রয়কৃত ৩০০ কেজি চাল ১০ টাকা কেজি দরের না। তবে ক্রয়কৃত ৬ বস্তা চাল ইউনিয়নের কয়েকজন ডিলারের নিকট থেকে তিনি কিনেছেন বলে বিষয়টি এড়িয়ে যান। স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী আটক ওমর শেখের শুভরাড়া বাজারে চালের দোকান রয়েছে নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৬ বস্তা চাল সরকারের ১০ টাকা কেজি দরের এটা শতভাগ সঠিক।