এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিকদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে দুইটি বাল্য বিয়ে বন্ধ হওয়ার খবর পাওয়াগেছে। জানাগেছে, বুধবার গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাজারুর মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী রিতা (১৪) ও মির্জাপুর ইউনিয়নে বারআউলিয়া গ্রামের তরনী দেব ওরফে পাগলু’র মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী দীপ্তি রানীর (১৫) মির্জাপুর ইউপি সদস্য লাদেনের উপস্থিতিতে বিয়ে হচ্ছে বলে খবর পেয়ে তিনি তাৎখনিক ভাবে পুলিশ ফোর্স ও সাংবাদিকদের নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোবাইল বন্ধ করে আত্বগোপন করেন। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদ্বয় কাজী নজরুল ইসলাম দুলাল ও ওমের আলীকে ডেকে এনে নিজ নিজ ইউনিয়নে তাদের উপস্থিতিতে এই বিয়ে বন্ধ করেন এবং মির্জাপুরের ওমের চেয়ারম্যানের কাছ থেকে এই বিয়ে হবে না বলে মুচলেকা লেখে নেন।