আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশঃ ২০১৭-১২-১৪ - ১৪:০৪

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে শব্দ যন্ত্র ছাড়া আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের সৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শাহজাহান ও মীরা রানী রায়, অন্যানের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অরুপ কুমার কুন্ডু, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।