আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশঃ ২০২০-১২-০৯ - ১৮:৫৬

তাপস বিশ্বাস, ডেক্স রিপোর্টঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার বেলা ১১টায় এক আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, কাজল রায়, কৃষ্ণা রানী, মারিয়া ভ‚ঁইয়া মেরি, জাহানারা ভ‚ঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ৪ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আনোয়ারা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আফরোজা নাসরিন রোজী, সফল জননী নুরুন্নাহার নার্গিস এবং নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করা ইয়াসমিন আরাকে পুরস্কৃত করা হয়। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পথসভা ও মাস্ক বিতরণ করা হয়।