শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধিঃ জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার অধীনে ইসলামীব বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯৬.৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
জানা গেছে, নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয়ের চারটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ইবিতে মোট পরীক্ষার্থী ছিলো ৪,৩৪৭জন। এতে মোট ৪,১৯৩ জন পরীক্ষার্থী উপস্থিত হয়।
পরীক্ষা চলাকালে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসানসহ অন্যান্যরা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষা বিষয়ে জানতে চাইলে ভিসি ড. আবদুস সালাম বলেন, “সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অনাকাক্সিক্ষত ঘটনার সংবাদ পাইনি। আশা করছি বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে শেষ করতে পারবো।”
উল্লেখ্য, আগামী ১৩ জুলাই ‘বি’ (মানবিক) ইউনিট এবং ২০ জুলাই ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।