উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন:এ্যাডঃ সুজিত অধিকারী

প্রকাশঃ ২০২৪-০১-০৪ - ১৯:০৬

আজগর হোসেন ছাব্বির : নির্বাচনকে বাধাগ্রস্থ করতে দেশী বিদেশী অপশক্তি যখন নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত তখন শেখ হাসিনার নেতৃত্বে সরকার শতভাগ সুষ্ট নির্বাচন উপহার দিতে কমিশনকে সর্বাত্নক সহযোগীতা দিয়ে আসছে। সকল অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে ৭ জানুয়ারী সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করে উৎসব মূখর পরিবেশে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। দাকোপ বটিয়াঘাটাসহ গোটা দক্ষিনাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডলের নৌকা প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত শেষ জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী এ কথা বলেন। আবুল হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার প্রধান বক্তা দলীয় প্রার্থী ননী গোপাল মন্ডল বলেন, নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচীত করলে আমি এ জনপদের মানুষের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটিয়ে কাংখিত উন্নয়ন উপহার দিব। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক নিমাই রায়, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল হাজরা, জেলা আ’লীগনেতা শ্রীমন্ত অধিকারী রাহুল, এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, এ্যাডঃ শারমিন লক্ষি মনি, এ্যাডঃ বিজন মন্ডল ।
বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগনেতা অসিত বরন সাহা, শেখ যুবরাজ, শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মিহির মন্ডল, এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মানস রায়, সুদেব রায়, মাসুম আলী ফকির, জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহমেদ, চালনা পৌরসভা আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, বটিয়াঘাটার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বিধান রায়, জাকির হোসেন লিটু, আছাবুর রহমান, ওবায়দুর রহমান, আসলাম হাওলাদার, মিলন গোলদার, আ’লীগনেতা সরোজিত রায়, শিবেন্দ্র প্রসাদ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান দীপংকর রায়, সমরেশ চন্দ্র রায়, দেবপ্রসাদ গাইন, সঞ্জয় মোড়ল, উমাশংকর রায়, দেবব্রত বিশ্বাস, আঃ রহিম গাজী, কে এম কবীর হোসেন, এ্যাডঃ গৌরপদ বালা প্রসেনজিত রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা মাহমুদুন্নবী মিল্টন, যুবরাজ শেখ, স্বপন রায়, সরোজিত রায় কুঞ্জু, অধ্যাপক সুপদ রায়, অপারাজিত মন্ডল অপু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জ্যোতি শংকর রায়, জুলফিকার গাজী, তপন মন্ডল, কৃষকলীগের গোলাম হোসেন শেখ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, আফজাল হোসেন খান, শিপন ভূইয়া, আজগর হোসেন ছাব্বির, গাজী সরোয়ার হোসেন, জি এম রেজা, অমারেশ ঢালী, শেখ মেহেদী হাসান বুলবুল, রতন মন্ডল, বিজয় লক্ষি সাহা, লিপিকা বৈরাগী, বিধান বিশ্বাস, উত্তম রায়, ছাত্রনেতা ফয়সাল শরীফ, লিটন সরদার প্রমুখ।