এলাকার উন্নয়নে উপজেলা ও ইউনিয়নে ভালো লোককে নির্বাচিত করতে হবে-ভূমি মন্ত্রী

প্রকাশঃ ২০২৪-০১-২০ - ০০:২৮

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা থেকে// সরকারের নব নিযুক্ত ভূমি মন্ত্রনালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, ফুলতলা ও ডুমুরিয়াবাসি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে সংসদ সদস্য উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রনালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের আমাকে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব শুধু আমার একার নয়, এ দায়িত্ব সকলের। এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে। তবে কৃষি জমি নষ্ট করে ও বালু উত্তোলনের মাধ্যমে কোন অবস্থাতেই পরিবেশ নষ্ট করা যাবে না। এলাকার, দুর্নীতি, মাদক ও সন্ত্রসমুক্ত এলাকা গড়াতে উপজেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সদস্য পর্যন্ত ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। তবেই দুর্নীতি, মাদক ও সন্ত্রসমুক্ত এলাকা গড়া সম্ভব হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের প্রসংশা করছে সারা বিশ^ তাকে অভিনন্দন জানিয়েছেন। কোন অশুভ শক্তির কাছে মাথা নত না করে নিজ নেতৃত্বের গুনে দেশকে অভূতপূর্ব সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন। এ ব্যাপারে নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালামের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারেক হাসান মিন্টু, জেলা সদস্য বিলকিস আক্তার ধারা, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সুরজিত বৈদ্য, জেলা যুব লীগ নেতা সরদার জাকির হোসেন, কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহাদাৎ হোসেন, সৈয়দ কেসমত আলী, যুবলীগ নেতা এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম মোড়ল, মঈনুল ইসলাম নয়ন প্রমুখ। অনুষ্ঠানে মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।