ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে খুলনা মহানগর কৃষক লীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশঃ ২০২২-০৩-০৮ - ০০:৫৪

বিজ্ঞপ্তি :

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে রচনা করেছিলেন ১৮ মিনিটের এক মহাকাব্য। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ছিলো বাঙালির বর্তমান থেকে ভবিষ্যতের সকল ধরনের মুক্তির বার্তা। এই ভাষণে ছিলো বাঙালি জাতির সকল দিকনিদের্শনা। বঙ্গবন্ধু’র ভাষণে যেমন মুক্তি, স্বাধীনতার কথা ছিলো তেমনি এদেশের মানুষের অর্থনৈতিক সহ সার্বিক নিরাপত্তার নির্দেশনা।

ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দ। কর্মসূচীর মধ্যে সোমবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল ১০টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল, সদস্য মো. মোন্তাকিম লালু, মো. আইউব আলী খান, কানাই রায়, মনিরুল ইসলাম গাজী, মো. রোজোয়ান আকুঞ্জি রাজা, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, ওয়ার্ড কৃষক লীগ নেতা বাবুল হোসেন, কামরুল ইসলাম, আবু হাসান, কবিরুল আলম কচি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।