কপিলমুনির গুরুত্বপুর্ন সড়কগুলি জলাবদ্ধ : বেহাল দশায় এলাকাবাসি

প্রকাশঃ ২০১৭-১০-২১ - ১৩:৪৭

কপিলমুনি (খুলনা) : খুলনার কপিলমুনি বাজার এই জনগুরুত্বপুর্ন বাজারের প্রেসক্লাবের রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানির সয়লব হয়ে একাকার হয়ে যায়। এ রাস্তায় রয়েছে প্রেসকাব, পাবলিক লাইব্রেরী, মসজিদ, কেজি স্কুল, পুলিশ ফাড়ী, ভুমি অফিস ও কাঁচা পাইকারী বাজারের চলাচলের একমাত্র রাস্তা সামান্য বৃষ্টিতেই অচল হয়ে জন র্দুভোগ পোহাতে হয় সর্ব সাধারণের। কপিলমুনি বাজারের ভি,আই,পি খ্যাত এ রাস্তার ব্যপারে স্থানীয় জন প্রতিনিধিদের কোন সু দৃষ্টি না থাকায় ভোগান্তিতে পড়েছে মসজিদের মুসল্লি সহ সব ধরনের পেশার মানুষ। দেশের উল্লেখ যোগ্য পাইকারী  কাঁচা বাজার  কপিলমুনির এ রাস্তায় থাকায় কেনা বেছাই হাটুরীরা পড়েছে মহ বিপদে। তা ছাড়া ভুমি অফিসে নাগরিক সুভিধা নিতে আসা অসংখ্য মানুষ পড়েছে বিড়া¤œনায়। পুলিশ ফাঁড়ির দু দিকের এক রাস্তা হলো এটা। কেজি স্কুলের বাচ্ছা ও তার মা আসা যাওয়া করতে পারছেনা রাস্তা পানিতে ডুবানোর জন্য। প্রেস কাবে যাওয়া আসা করতে না পারায় জরুরি কাজ সারতে পারছেনা কর্মকর্তারা। এ বিষয় বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা বলেন বিভিন্ন অলিগলির রাস্তার কাজ চলছে পর্যাক্রমে এ রাস্তার কাজ শ,ুরু হবে। এ ব্যপারে এমপির সঙ্গে কথা হয়েছে,তাড়াতাড়ি  কাজ হবে। প্রেসকাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু এ প্রতিনিধিকে বলেন কপিলমুনির অলিগলির রাস্তার যত কাজ হচ্ছে- এ রাস্তায় কেন বরাদ্ধ নেই  জানতে চাই। যেটা দরকার সেটা বাদ দিয়ে কাজ করা হচ্ছে দুঃখ জনক ব্যপার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান বলেন চলমান কাজের সঙ্গে ঐ রাস্তারও কাজের ব্যপারে চিন্তা করছি।