মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমন রোধে মোংলা বন্দর থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার থেকে বাংলাদেশ ভারত আর্ন্তজাতিক নৌপ্রটোকলভুক্ত মোংলা-ঘাষিয়াখালী অভ্যন্তরীণ চ্যানেল দিয়ে ভারতগামী নৌযান (কার্গো, কোস্টার) চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। মঙ্গল থেকে বন্ধ হয়ে গেছে এ রুটে চলাচলকারী প্রায় ৩শ কার্গো ও কোস্টার জাহাজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক এ নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে নিয়োজিত নৌযানগুলো।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় সাধারন সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, বিআইডব্লিউটিএ’র নির্দেশনা মোতাবেক আপাতত ভারতগামী অর্থাৎ ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত মোংলা ও চট্টগ্রাম বন্দরসহ অভ্যন্তরীণ অন্যান্য জায়গায় কার্গো, কোস্টার ও ট্যাংকার চলাচল স্বাভাবিক থাকছে।