করোনার বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারন মানুষ

প্রকাশঃ ২০২০-০৪-০৬ - ১৯:৫৯

বাগেরহাট : করোনার প্রভাব বিস্ততারের কারনে বেশ কিছু দিন যাবত বাগেরহাটের মোংলা শহরের দোকান পাট, বড়ো বড়ো ব্যাবসা প্রতিস্টান বন্ধ থাকার কারনে সাধারন মানুষ ঘর থেক বের হতে না পাড়ার কারনে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারন মানুষ। শহরের রাস্তা ঘাটে মানুষের চলাচল অনেকটা কমে যাওয়ায়  রোজ গারের কোন পথ না থাকায় ঘরে থাকতে না পেরে পেটের দায়ে তারা নেমে পড়ছেন রাস্তায়। সোমবার সকাল ১১টায় মোংলা কলেজ মোড়ে দাড়িয়ে থাকা ভ্যান চালক ইউসুপ মিয়া জানানা সংসারে ৪জন লোক নিয়ে চলতে তার প্রতিদিন ৩০০টাকার দরকার হয় কিন্তু করোনার প্রভাবে রাস্তায় লোক জন বের না হওয়াতে তার ১৫০/২০০ টাকা ইনকাম করতে হিমশিম খেতে হচ্ছে। যার ফলে বোউ বাচ্চা নিয়ে বেচে থাকা দ্বায় হয়ে পড়েছে, এছাড়াও ডেইলি খেটে খাওয়া দিন মজুররা কোন কাজ না থাকাতে চরম দুঃখ কস্টে নিয়ে জীবন কাটাচ্ছে।