ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার অপারেশন ম্যানেজার আরিফ মাহমুদ করোনায় ভাইরাসে শনাক্ত হয়েছেন, এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, জেলায় ২৪ জুন পর্যন্ত মোট ১৬৬ জন করোনা রোগী সনাক্তদের মধ্যে ৭ জন মৃত্যু হয়েছে আর সুস্থ হযেছে ৫৯ জন । বাকিরা বাড়িতে চিকিৎসাধীন আছেন।
ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানিয়েছেন, ২৩ জুন মঙ্গলবার রাতে রিপোর্টে ওই ব্যাংক কর্মকর্তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
তিনি রাজাপুরের নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন।