উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৪ই মার্চ ওই যুবক সর্দি, জ্বর নিয়ে পৌর এলাকায় নানা বাড়িতে আসে। প্রচণ্ড শ্বাস কষ্ট নিয়ে সকালে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ সময়, চিকিৎসকরা উপসর্গ দেখে করোনা সন্দেহে তাকে নিরাপদ স্থানে রাখেন। পরে, তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হলেও, হাসপাতালের সরকারি ড্রাইভার তাকে অ্যাম্বুলেন্সে আনতে রাজী না হওয়ায় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, তার নমুনা সংগ্রহ করতে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। ঢাকায় সে চীনা নাগরিকের সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে যুবকের পরিবার।