ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ার কুক্ষাত আন্তঃজেলা ডাকাত সরদার মালেক অবশেষে পুলিশের খাচায়। কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মোঃ সেকান্দার আলী হাওলাদারের পুত্র মোঃ আব্দুল মালেক হাওলাদার (৪০) কে এর বিরুদ্ধে খুুন, ধর্ষন ও বহু ডাকাতির হোতা। এ কারণে বহুুদিন যাবত আত্মগোপনে থেকে একের পর এক অপকর্ম করে আসছে। মঙ্গলবার দুপুরে মালেক ডাকাত এলকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলামেরে নেতৃত্বে একদল পুলিশ মহিষকান্দি গ্রামের ঐ ডাকাতের নিজবাড়ির চারদিক থেকে ঘেড়াউ করে। এ সময় আন্তঃজেলা ডাকাত মালেকের ঘরের উপরের পাটাতন থেকে বাহিরে বের হওয়ার গোপন রাস্তা থেকে কৌশলে পালানর চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ তাকে ধাওয়া করে আকট করতে সক্ষম হয়। এ ব্যাপারে কাঠালিয়া থানার ওসি এম আর শওকত বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মালেক হাওলাদার একজন চিহ্নিত ডাকাত সরদার, তার বিরুদ্ধে বরগুনা জেলার পাথরঘাটা থানা, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় ২টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক মামলা ও অন্যান্য ৪টি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার মালেককে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে পাশাপাশি আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অপরদিকে আন্তঃজেলা ডাকাত সরদার মালেক পুলিশের হাতে গ্রেফতার সংবাদ ছড়িয়ে পরলে কাঠালিয়া উপজেলা বাসির মাঝে সস্তি ফিরে এসেছে।