কাজীবাছা নদীতে ৩০০ টন চাল বোঝাই টুইন বার্জ ডুবি

প্রকাশঃ ২০২১-০৪-১২ - ১৫:৪১

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটার ডেউয়াতলা এলাকায় কাজীবাছা নদীতে গত শনিবার রাত নয়টায় জনৈক হারুনের চাতালের পাশে চরে ৩০০ টন চাল বোঝাই এমভি তাসলিমা নামক টুইন বার্জ ডুবে যায়। জানা গেছে, গত ইং ০৯/০৪/২০২১ তারিখ দুপুর অনুমান ২ টার সময় খুলনার ৭ নং ঘাট হতে সরকারি ৬০২৪ বস্তা যার আনুমানিক ওজন ৩০০ টন চাউল নিয়ে ছেড়ে এসে বিকাল ৫ টার দিকে ঘটনাস্থল নদীর চরে নোঁঙর করে। ভাটায় নোঁঙর ছুঁটে বার্জটি পানির নিচে তলিয়ে যায়। চালগুলো ভারত থেকে এলসির মাধ্যমে খুলনা ৭ নং ঘাটে আসে। উক্ত এমভি তাসলিমা নামক বার্জটি পরিবহন করে পিরোজপুর ইন্দুরকাটি সরকারি খাদ্য গুদামে পৌঁছানোর উদ্দেশ্যে ছেড়ে আসে। বার্জটিতে চালক ও কর্মী সহ ৮ জন ষ্টাফ ছিলো। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে ১১৫ বস্তা শুকনো অবস্হায় উদ্ধার হয়েছে বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে।